“ও মোর রজমানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ”- বিদ্রোহী কবি নজরুল ইসলামের এই গানের চরনে নাঁচতে নাঁচতে আজ বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে একটি গ্রামে এসেছে ঈদের খুশির আনন্দ। জেলা সদর উপজেলার আধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রামে শতাধিক পরিবার রোজার ঈদ উৎসব উদযাপন করল।
সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মিজিকান্দি জামে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ঈদের জামাত শেষে কোলাকুলি ও মিষ্টান্ন খাবার পরিবেশনের মধ্য দিয়ে ধর্মীয় গাম্ভীর্য পরিবেশে উদযাপন করা হল অগ্রীম এই ঈদ।
শিশু-কিশোরদের উচ্ছলতা নেমে এসেছে ঈদ উৎসবে। সর্বত্র আজ ঈদ না হলেও আধারা ইউনিয়নের মিজিকান্দি গ্রাম ছাপিয়ে আশপাশ গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে। মিজিকান্দি গ্রামের শতাধিক পরিবারের সঙ্গে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা ভাগ বসাচ্ছেন ঈদ আনন্দে।
যমুনা নিউজ
Leave a Reply