ব.ম শামীমঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতি পাড়া গ্রামে শনিবার রাতে দু-পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত জুয়েল মল্লিককে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল এবং খোকন মল্লিককে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। জানাগেছে, জুয়েল মল্লিকদের সাথে প্রতিবেশী আরিফ মল্লিকদের দির্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিলো। শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা পূর্ণরায় বিবাদে জড়িয়ে পরে। এ সময় দু পক্ষের সংঘর্ষে জুয়েল মল্লিক (৩৮), আরিফ (৪০), খোকন (৩৫), জাফর সেখ (২৫) আ. সালাম (২৮) সহ কমপক্ষ্যে ১০ জন আহত হয়।
Leave a Reply