নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ শহরের নিকটবর্তী ধলেশ্বরী শাখা নদীতে ডুবে মো. জোবায়ের (৮) নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। রোববার দুপুর ২টার দিকে মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে। জোবায়ের মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকার জামাল হোসেনের পুত্র। মোল্লার চর গ্রামে অবস্থিত নানার বাড়িতে ঈদে বেড়াতে এসেছিলো সে।

পারিবারিক সূত্র জানায়, রোববার দুপুরে নানা বাড়ি সংলগ্ন ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় জোবায়ের। অনেক খোঁজাখুঁজির বিকেলের দিকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply