সিরাজদিখানে গৃহবধূর আত্মহত্যা

যৌতুকের দাবিতে নির্যাতন সইতে না পেরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিপা রানী মন্ডল (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার দুপুরে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রামবাসী স্বামী লাবু মন্ডলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দিপা মন্ডল চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের প্রাণ কুমার মন্ডলের মেয়ে। প্রাণ কুমার মন্ডল অভিযোগ করে বলেন, কুয়েত প্রবাসী লাবু মন্ডল কয়েক দিন আগে দেশে ফিরে যৌতুকের জন্য দিপার ওপর চাপ দিয়ে আসছিলো। এছাড়া শ্বশুর বাড়ির লোকজনও যৌতুকের দাবিতে দিপার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।


স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে রোববার সকাল ৯ টার দিকে দিপা ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এদিকে স্ত্রীর আত্মহত্যার পর পালিয়ে যাবার চেষ্টাকালে স্বামী লাবু মন্ডলকে স্থানীয় ইউপি সদস্য আজিম হোসেনের সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply