ছোট ভাইয়ের ইটের আঘাতে থেঁতলে গেছে ভাই-ভাবীর মাথা

আল ইমরান: গাছ লাগানো নিয়ে দ্বন্ধের জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার রঘুরামপুর গ্রামে সোমবার বিকেলে আপন ছোট ভাইয়ের উপর্যুপরি ইটের আঘাত করে ভাই-ভাবীর মাথা থেঁতলে গেছে।

সোমবার বিকেল ৪ টার দিকে সদরের রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রক্তাক্ত জখম ভাবী উলফত আরাকে (৪২) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

অপর আহত ভাই আব্দুল জব্বারকে (৫৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, আহত আব্দুল জব্বার ও প্রতিপক্ষ সবুর আলী (৫২) পরস্পর আপন ভাই। তারা উভয়ে পাশাপাশি বসত-ভিটেতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। সোমবার সকালে নিজ বসত-ভিটেতে ছোট ভাই সবুর আলী কয়েকটি গাছের চারা রোপন করেন।


এতে আপন বড় ভাই জব্বার বিকেল ৪ টার দিকে ছোট ভাইয়ের চারা রোপন নিয়ে বকাঝকা করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় উত্তেজিত হয়ে সবুর আলী নিজের হাতে থাকা ইট দ্বারা বড় ভাই জব্বারের মাথায় উপর্যুপরি আঘাত করে।

এ সময় জব্বারের স্ত্রী উলফত আরা এগিয়ে গেলে তার মাথাতেও এলোপাতাড়ি ইটের আঘাত করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

নিউজএক্সপ্রেসবিডি

Leave a Reply