সিরাজদিখানে আদালতের রায় পেয়েও জমি দখলে যেতে পারছে না

মোঃ শরিফ ভূইয়া: মুন্সীগঞ্জের সিরাজদিখন উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয় ও খাসমহল বালুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে মামলার রায় পেয়েও জমি দখলে জেতে পারছে না বাদী অসহায় দেলোয়ার হোসেন।

জানা গেছে, সিনিয়র সহকারী জজ আদালত সিরাজদিখানে আদালতে খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের ও খাসমহল বালুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে জমির মালিক দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করে।


সেই মামলার পরিপেক্ষিতে বিচারক মোঃ নূরুল ইসলাম গত ৮ জুন ২০১৩ তারিখে দেলোয়ার হোসেনের পক্ষে রায় দেন । কিন্তু রায় পাওয়ার পরও উক্ত জমি দখলে যেতে পারছে না বাদী দেলোয়ার হোসেন ।

তিনি অভিযোগ করে বলেন, আদালত আমার পক্ষে রায় দিয়েছেন কিন্তু স্কুল ম্যানেজিং কমিটির প্রবাভ শালীদের কারনে আমি আমার জমি দখলে যেতে পারছি না । আমি তাদের কাছে আমার জমি বুঝিয়ে দেয়ার জন্য অনেক বার বলেছি তারা আমার কথা শুনছে না বরং আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে ।

তবে এই ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাংলাপোষ্ট২৪

Leave a Reply