মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌযান পারাপার স্বাভাবিক

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিনে মঙ্গলবার দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে হরতালের কোনো প্রভাব পড়েনি। ফেরিসহ সব ধরনের নৌযান পারাপার ছিল স্বাভাবিক।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাওয়া ঘাট থেকে যথারীতি ফেরি ও অন্যান্য নৌযানগুলো যাত্রী নিয়ে ছেড়ে গেছে।

অপরদিকে কাওড়াকান্দি ঘাট থেকেও ফেরীগুলো হাল্কা যানবাহন ও যাত্রী নিয়ে মাওয়া ঘাটে পৌঁছেছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।


এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা ও মাওয়া পার্কিং ইয়ার্ডে হরতালের তেমন প্রভাব দেখা যায়নি। সকাল থেকেই দিনভর লোকাল যানবাহনের চলাচল ছিল।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বাংলানিউজকে জানান, হাল্কা যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মহাসড়কে যানবাহন চলাচল ও নৌরুটে নৌযান পারাপার ছিল স্বাভাবিক। তবে দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করেনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply