মুন্সীগঞ্জে জামায়াতের হরতালে সাড়া নেই

মুন্সীগঞ্জে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড নেই। তাই হরতালেও মাঠে নেই তার। নিবন্ধন বাতিল করার প্রতিবাদে দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে মুন্সীগঞ্জের রাজপথে এমনই অনুপস্থিত চোখে পড়ে।

মঙ্গলবার সকাল থেকে কিকেল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহর ও জেলার কোন উপজেলায় দলের নেতা কর্মীদের মাঠে দেখা যায়নি। কোন ধরনের মিছিল বা পিকেটিং করতেও দেখা যায়নি।

পুলিশ সূত্র জানান, ৪৮ ঘন্টা টানা হরতালের প্রথম দিনে জামায়াত-শিবিরের নাশকতা এড়াতে শহর ও শহরতলীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা টহলরত অবস্থায় রয়েছে।


মাওয়া নৌ-ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, জামায়াত-শিবিরের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি। কোন ধরনের পিকেটিংও করতে দেখা যায়নি এ মহাসড়কে। প্রতিদিনের মতো লোকাল যানবাহন গুলো চলাচল করছে। কিন্তু দূরপাল্লার যানবাহন ছেড়ে না আসায় তাদের চলাচল বন্ধ রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শহরে রিকশা-ভ্যান-অটো-সিএনজি চলাচল করছে।

এ দিকে ঢাকা-মুক্তারপুর সড়কে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর

Leave a Reply