সিরাজদিখান উপ স্বাস্থ্য কমপেক্সের সামনের রাস্তা ও কিছু জায়গা দখল করে সমবায় মার্কেট নির্মাণ করা হয়েছে। এছারা স্বাস্থ্য কমপেক্সের ছাদে ফাটল থাকায় একটু বৃষ্টি হলেই ভিতরে পানি পরে ব্যপক ক্ষতি হচ্ছে। উপ স্বাস্থ্য কমপেক্সের পাহারাদার না থাকায় আবাসিক ঘরের দরজা জানালা সহ লক্ষ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর পরিত্যক্ত কোয়াটারের ঘরে মাদকসেবী ও জুয়ারিদের আস্তানায় পরিনত হয়।
সরেজমিনে দেখাযায়, উপ-স্বাস্থ্য কমপ্লেক্সটি অনেক পুরনো হওয়ার কারন্ একটু বৃষ্টি হলেই প্রতিটি রুমেই পানি পরতে থাকে। ঔষধ পত্র ভিজে যায়, ডাক্তাররা তাদের রুমে বসতে পারেন না, রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। প্রতিদিন গড়ে দের থেকে দুই শত রোগী এই স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নেন। উপ-স্বাস্থ্য কমপ্লেক্সটি রসূনীয়া ইউনিয়নের সন্তোস পাড়া গ্রামে। যাতায়াতের সুবিধার্থে এখানে অন্ততঃ ৪টি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের রোগীদের চিকিৎসা দেওয়া হয়। রোগীদের দাবী সংশিষ্ট কতৃপক্ষ যেন ভবন মেরামতের ব্যাবস্থা শীগ্রই ব্যবস্থা গ্রহন করেন।
উপ-স্বাস্থ্য কমপেক্সটির দীর্ঘ দিনের পুরনো কোয়াটারে রয়েছে দুটি বড় টিনের ঘর। ১০/১২ বছর ধরে কোয়াটার গুলো খালী থাকায়, মাদক সেবী ও চোরেরা দরজা জানালা ভিতরের পার্টিশন সহ মুল্যবান মালামাল চুরি করে নিয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর ও ছুটির দিনে কোয়াটারের টিনের ঘরে চলে মাদক সেবন ও জুয়ার আসর।
এলাকা বাসী জানায়, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় থাকার কারণে, প্রভাবশালীরা হাসপতালের সামনের রাস্তা ও কিছু জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে। চোরেরা লাখ লাখ টাকার টিন কাঠ চুরি করে নিয়েছে। এখন যা আছে বিক্রি করলে দের লাখ টাকা পাওয়া যেতে পারে, তা দিয়ে হাসপাতাল ভবন মেরামত করা সম্ভব। এলাকা বাসী আরো জানান, থানা থেকে ৫শত গজের মধ্যে এই স্বাস্থ্য কমপেক্স অথচ কোন পাহাড়া না থাকায় জুয়া ও মাদক সেবীদের আস্তানায় পারনত হয়েছে।
এ ব্যাপারে উপ স্বাস্থ্য কমপেক্সের সহকারী উপ-স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঃ মতিন স্বপন জানান, আমার সিনিয়র কর্মকর্তা লিখিতভাবে বেশ কয়েকবার উর্ধ্বতন কতৃপকে জানিয়েছেন। তারা ব্যবস্থা না নিলে আমাদের আর কি করনীয় আছে।
উপ-স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিমা জানান, আমি নতুন এসেছি। ব্যাপার গুলো তিয়ে দেখছি।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply