চলে গেলেন বালামের বাবা

balam fatherসংগীতশিল্পী বালামের বাবা কাজী জাহাঙ্গীর হাফিজ আর আমাদের মাঝে নেই। ১৪ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

এ বিষয়ে বালাম বাংলানিউজকে বলেন, ‘ আমার বাবা ৭ আগস্ট এক সড়ক দুর্ঘটনায় প্রথমে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি হন। তখনও ঠিক ছিলেন। এরপর সেখানকার ডাক্তার আবুল খায়ের এর তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।


এরপর প্রচন্ড মাথাব্যথা এবং বমি হবার পর ডাক্তারের পরামর্শে পার্শ্ববর্তী ল্যাব এইউ হাসপাতালে ১৩ আগস্ট ভর্তি করার পর গতকাল তিনি মারা যান।’

বালাম আরো বলেন, ‘আমার বিশ্বাস ওই সড়ক দুর্ঘটনার ফলে তার মাথায় কোনো আঘাতজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি অনেক হাসিখুশি মানুষ ছিলেন।’

উল্লেখ্য, কণ্ঠশিল্পী বালাম ও জুলির বাবা কাজী জাহাঙ্গীর হাফিজ একজন ব্যবসায়ী ছিলেন।
balam father
বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply