জাতীয় শোক দিবস পালনে মুন্সীগঞ্জে চলছে ব্যাপক প্রস্তুতি। স্মরণকালের বড় শোক র্যারীসহ, আলোচনা, কোরআনখানী, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনা ছাড়াও রয়েছে রচনা, কুইজ ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং প্রামান্যচিত্র প্রদর্শন।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোক র্যালী বের হয়ে গোটা শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হবে।
পরবর্তীতে এই একাডেমীতেই হবে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও বেকার যুবকদের মাঝে চেক বিতরণ করা হবে।
এই তথ্য দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, উপজেলা পর্যায়েও অনুরূপ অনুষ্ঠান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু স্মরণে বিস্তারিত কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply