মুন্সীগঞ্জে হবে মুদ্রণ শিল্প এস্টেট

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে ৫০ একর জমিতে গড়ে তোলা হবে বিসিক মুদ্রণ শিল্প (ছাপাখানা) এস্টেট। বিসিক ও মুদ্রণ শিল্প সমিতি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পে ৪ ধরনের ৪১৯টি শিল্প প্লট তৈরি করা হবে। যার মধ্যে থাকবে অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন-কালভাট, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ বিভিন্ন আধুনিক সুবিধা। আর এ প্রকল্প বাস্তবায়নে সময় লাগবে ৪ বছর।

সূত্র জানায়, বৃহস্পিতিবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির (বিএমএসএস) মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।


জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, এ বিষয়ে স্থানীয় প্রশাসন এখনো অবহিত নয়। বিসিক বা বিএমএসএস এখন পর্যন্ত এ বিষয়ে তাদের কিছু জানায়নি।

শীর্ষ নিউজ

Leave a Reply