মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার তেলির বিল এলাকায় আমির হোসেন (৭০) নামে এক দিনমজুর নিখোঁজ হয়েছেন। গত ২ দিন আগে সোমবার সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেননি তিনি। তাকে হন্যে হয়ে খোঁজে বেড়াচ্ছেন স্বজনরা। কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে ছেলে আবু তালেব সদর থানায় জিডি এন্ট্রি করেন।
এ প্রসঙ্গে সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সদর থানা পুলিশ ওয়ারলেস মেসেজ পাঠিয়েছে সর্বত্র। তিনি নিজেই আতœগোপনে রয়েছেন, নাকি-তাকে কেউ ধরে নিয়ে গেছে-এমন সুনির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না।
নিখোঁজ আমীর হোসেনের ছেলে আবু তালেব জানান, কৃষক ও দিনমজুর আমির হোসেন কোন শত্রু নেই। কারো বিরোধ রয়েছে-এমনটা জানা নেই পরিবারের। ইতিমধ্যে জেলা সদরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাইকিং করা হয়েছে। সম্ভাব্য আত্মীয়-স্বজন, হাসপাতাল-থানাতেও খোঁজা হয়েছে। তবু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। যদি কোন ব্যক্তি দিনমজুরের সন্ধান পেয়ে থাকেন, তবে ০১৯২৪৯০৪৭৯২- মোবাইল নাম্বারে অবগতির জন্য বলা হয়েছে।
ওয়ান নিউজ
Leave a Reply