জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজদিখান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মহ্ফিল ও কাঙ্গালী ভোজ।
সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ অফিসে আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সোহরাব হোসেন ও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। এছাড়া মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাইদ, উপজেলা যুবলীগের নেতা রাকিবুল হাসান রাকিব, মাসুদ লস্কর প্রমূখ।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply