বজ্রযোগিনীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

হত্যাকাণ্ডের ৩২ দিন পর মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল ভূঁইয়া (২৫) খুনের ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে ও একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. লিটুকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটু সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক ও নিহত ফয়সাল একই কমিটির ক্রীড়া সম্পাদক।


এদিকে, শনিবার দুপুর ১২ টা পর্যন্ত সদর থানা হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত লিটু পুলিশের কাছে যুবলীগ ক্রীড়া সম্পাদক খুনের সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে বলে দাবি করেন সদর থানার ওসি (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান।

তিনি জানান, যুবলীগ নেতা ফয়সাল খুনের ঘটনায় সন্দেহজনক কারণে লিটুকে গ্রেপ্তার করা হয়। লিটু হত্যার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

উল্লেখ্য গত ১৫ই জুলাই গভীর রাতে রমজানের সেহরী খেতে উঠলে একদল দুস্কৃতকারী বজ্রযোগিনী ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক ফয়সালকে তার নিজ বসত-ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী টুম্পা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর

Leave a Reply