শ্রীনগরে বাদীকে হত্যার হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে হত্যা মামলার বাদীকে মামলা উঠিয়ে নিতে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে মামলার বাদী নাজিরুল ইসলাম টিটু (২৫) জীবনের নিরাপত্তা চেয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা উপজেলার ষোলঘর পাগলীর বাড়ি এলাকায় নাজিরুল ইসলাম টিটুর গতিরোধ করে এ হুমকি দেয়। নাজিরুল ইসলাম শ্রীনগরের চাঞ্চল্যকর আক্কাস হত্যা মামলার বাদী।


তিনি জানান, তার ভাই আক্কাসকে গত ৩১ মে সকালে প্রকাশ্য মিয়া পাড়া এলাকায় সন্ত্রাসী মোকাজ্জল ও তার সহযোগীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরদিন এ ঘটনায় ১৩ জনকে আসামি করে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আসামিরা সম্প্রতি জামিনে বেরিয়ে এসে গত শনিবার রাতে বাদীকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রদান করে।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর

Leave a Reply