ওয়ারিশ সম্পত্তির বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আবুল হোসেন (৫০) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন জামাই শাহজাহান (৪৮) ও তার ছেলে মনির হোসেন (২৪)-কে সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে।
এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. আবুল বাসার জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে অটো চালক আবুল হোসেন ও তার বোন-ভাগিনাদের সঙ্গে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে সোমবার রাতে ভাগিনা মনির হোসেন বোন জামাই শাহজাহান ও ওসমান গং আবুল হোসেনকে ইছাপুরা ব্রিজের কাছে জবাই করে হত্যা করে। পরে তার মরদেহ ব্রিজের নিচে ফেলে রেখে ঘাতকরা চলে যায়। এ ঘটনায় নিহতের ছেলে আসলাম বাদী হয়ে ৩ জনকে এজাহার নামীয় আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার ভোর ৫টার দিকে হত্যা মামলার আসামি শাহজাহান ও তার ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জাস্ট নিউজ
=========
সিরাজদিখানে পল্লি-বাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার
ব.ম শামীম: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুড়া গ্রামের লোহার ব্রীজের নিচ হতে রোববার রাত ৯.৩০ মিনিটে এক গলাকাটা পল্লি-বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পল্লি বাইক চালক আবুল হোসেন (৫০) উপজেলার ইছাপুড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ শাহজাহান (৪০) ও মনির হোসেন (২০) নামের দুই জনকে গ্রেফতার করেছে। জানাগেছে, ঘটনার দিন রাতে এলাকার লোকজন ইছাপুড়া ব্রীজের সামনে রাখা একটি পল্লি বাইকের মধ্যে রক্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়।
পরে পুলিশ ব্রীজের নিচের পানিতে ডুবিয়ে আবুল হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে। নিহতের ছেলে আসলাম জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দির্ঘদিন যাবৎ তার পিতার সাথে তার ফুফা একই গ্রামের মিশির আলির ছেলে ওসমান মিয়ার (৪৫) বিরোধ চলে আসছিলো। এর জের ধরে কিছু দিন পূর্বে ওসমান মিয়া তার পিতা আবুল হোসেনকে হত্যার হুমকী দেয়। ঘটনার পর হতে ওসমান মিয়া পলাতক রয়েছে।
সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, ওয়ারিশ সম্পত্তির বিরোধ নিয়ে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
===============
সিরাজদিখানে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আবুল হোসেন (৪৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশার এক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও কুসুমপুর-নওপাড়া ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার সকালে শাহজাহান শেখ ও মনির হোসেন নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
আবুল হোসেন সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতের ছেলে আসলাম শেখ জানান, আবুল হোসেন রোববার রাতে সিরাজদিখান থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে ইছাপুরা যান। আবার সেখান থেকে যাত্রী নিয়ে নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন তিনি।
রাতে স্থানীয় লোকজন কুসুমপুর-নওপাড়া রাস্তার খিলগাঁও ব্রিজের উপরে অটোরিকশা ও ব্রিজের নিচে আবুল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, আসলাম আরো জানান, জমি নিয়ে নিয়ে তার বাবা আবুল হোসেনের সঙ্গে তাদের আত্মীয় ওসমান ও শাহজাহানের বিরোধ চলছিল। এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply