গজারিয়ায় ভূমি কর্মচারি লাঞ্ছিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নেছারউদ্দিন (২৫) নামে এক ভূমি কর্মচারিকে লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

নেছারউদ্দিন ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী। এ ঘটনায় নেছারউদ্দিন গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ জানান, উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের রহমত আলীর ছেলে নওশাদ মিয়া জমি সংক্রান্ত কাজে ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসে আসেন। এ সময় নওশাদ ও নেছারউদ্দিনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নওশাদ ভূমি কর্মচারি নেছারউদ্দিনের শার্টের কলার চেপে তাকে চর-থাপ্পড় দেয়।

ঢাকা নিউজ এজেন্সি
============


গজারিয়ায় ভূমি অফিস সহকারীকে মারধর

মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী নেছারউদ্দিনকে (২৫) মারধর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অফিস সহকারী নেছারউদ্দিন মধ্য বাউশিয়ার নওশাদ হোসেন নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অফিস সহকারী নেছারউদ্দিন বাংলানিউজকে জানান, উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের রহমত আলীর ছেলে নওশাদ হোসেন জমি সংক্রান্ত কাজে ভবেরচর ইউনিয়ন ভূমি অফিসে আসেন। এ সময় তাকে বসতে বললে তিনি তাকে চর-থাপ্পড় দেন এবং তার শার্ট ছিঁড়ে ফেলেন।

বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

গজারিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply