ঢাকার পশ্চিম রামপুরার বহুতল ভবনের ফ্যাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিআইডি পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (অবসরপ্রাপ্ত) ফজলুল করীমকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের রামকৃষ্ণদি গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে নিহত এ পুলিশ কর্মকর্তার লাশ রামকৃষ্ণদি গ্রামের মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার।
নিহত ফজলুল করীম রামকৃষ্ণদি গ্রামের প্রয়াত কফিল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এ সময় সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, একাধিক পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছার আগে মুন্সীগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বলে জানান সিরাজদিখান থানার ওসি মো. আবুল বাসার।
এদিকে, নিহত পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিকট স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, নিহত পুলিশ কর্মকর্তার লাশ বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সিরাজদিখানের লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
নিহত পুলিশ কর্মকর্তার শ্যালক সাবেক ভিপি ও জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল বাংলানিউজকে জানান, লাশ দাফনের আগে রাত ১০টার দিকে রামকৃষ্ণদি গ্রামের মসজিদে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকায় পৃথক জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply