মাওয়া ঘাটে আকষ্মিক ভূ-কম্পন: মসজিদসহ ৬০ ফুট এলাকা বিলীন

মাওয়া পুরাতান ফেরি ঘাটে আকষ্মিক ভাঙন দেখা দিয়েছে। হঠাৎ ভূ-কম্পনের কারণে এ ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে। এ সময় একটি মসজিদসহ ৬০ ফুট এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে বিআইডব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপ। লোকজন দোকান ঘর সরিয়ে নিতে শুরু করেছে।বিআইডব্লিউটিসির মাওয়া অফিসের ম্যানেজার বাণিজ্য সিরাজুল হক জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে মাওয়া ঘাট এলাকায় হটাৎ ভূ-কম্পন অনুভূত হয়।


এর পরপরই মাওয়া পুরাতন ৩ নং রো রো ফেরিঘাট ও ২নং ফেরিঘাট এলাকায় দ্রুত নদী ভাঙন দেখা দেয়। লোকজন দিকবিদিক ছুটো ছুটি শুরু করে। স্থানীয় দোকানীরা তাদের দোকান ঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করে। ইতিমধ্যে প্রায় ৬০ ফুট এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ৩ নং ঘাট সংলগ্ন মসজিদটিও নদী গর্ভে চলে গেছে। একই এলকায় বিআইডব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপটি পড়েছে হুমকির মুখে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply