ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাহপুর চৌরাস্তায় রোববার সকালে উত্যক্ত তার প্রতিবাদ করার জের ধরে বখাটের হামলায় ফারুক হোসেন (২৮) নামের এক ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আক্তার বেপারীর বখাটে ছেলে সানু বেপারী (২৩) এবং সেলিম মীরের বখাটে ছেলে মুন্না মীর (২২) দির্ঘদিন যাবৎ আবদুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দাড়িয়ে স্কুলগামী মেয়েদের উত্যক্ত করে আসছিলো।
প্রায় এক মাস পূর্বে উক্ত বিদ্যালয়ের গেটের সামনে দাড়িয়ে মেয়েদের উত্যক্ত করার সময় একই গ্রামের বারেক চোকদারের ছেলে কাপড় ব্যবসায়ী ফারুক হোসেন প্রতিবাদ করলে বখাটেরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
এরই জের ধরে সকালে ফারুক তার সিপাহী পাড়া এলাকার দোকানে যাওয়ার পথে আবদুল্লাহপুর চৌরাস্তায় বখাটেরা তাকে রড ও কাঠের দাসা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
Leave a Reply