ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পণ্যবাহী কভার্ডভ্যান বিকল হয়ে প্রায় ১৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এ যানজট দুপুর পর্যন্ত ছিল। প্রায় ১০ ঘণ্টা পর যানজট নিরসন হয়। স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত দীর্ঘ এ যানজট দেখা দেয়। যানজটের কবলে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসেই দুর্ভোগ পোহাতে হয়েছে হাজার হাজার যাত্রীকে।

জেলার গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো: মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামক স্থানে ঢাকাগামী একটি কভার্ডভ্যান মহাসড়কের ওপর বিকল হয়ে যায়। দুপুর ২ টার দিকে সড়ক ও জনপথের উদ্যোগে বিকল কভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

শীর্ষ নিউজ

Leave a Reply