মুন্সীগঞ্জের কর্মীসভায় পৌঁছেছেন সাজেদা চৌধুরী

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভায় পৌঁছেছেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন কাচারীস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, কর্মীসভার প্রধান অতিথি সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সভায় এসেছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ বেগম, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply