মুন্সীগঞ্জে আওয়ামী লীগের কর্মীসভায় পৌঁছেছেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন কাচারীস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, কর্মীসভার প্রধান অতিথি সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী সভায় এসেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ বেগম, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস প্রমুখ।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply