মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন যুবলীগের কর্মী সম্মেলনে প্রতিপক্ষের হামলায় যুবলীগের ৩ কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নন্দনকোনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ কর্মী টিটু চৌধুরীকে গুরুতর আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত যুবলীগ কর্মী রনি (২০), মাহামুদ হাসানকে (৩৮) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ গ্রুপের বিরোধ থাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এক পর্যায়ে দ্বিতীয় অধিবেশনে সম্মেলনের বিরুদ্ধে স্লোগান দিলে স্থানীয় এমপি সমর্থক যুবলীগ কর্মীরা উপজেলা চেয়ারম্যান সমর্থকরা অপর যুবলীগ কর্মী রনি, টিটু চৌধুরী ও মুহাম্মদ হাসানকে মারপিট করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বাংলানিউজকে জানান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাফেজ ফজলুল হক সম্মেলন অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে সম্মেলন স্থলের বাইরে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply