সোমবার শহররের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিকাল ৪টায় শহরের দক্ষিণ ইসলামপুর থেকে রমজান নামে এক ইয়াবা ব্যাবসায়ীকে ১০পিস ইয়াবাসহ আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।
সদর থানার এস.আই সিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সদর থানায় রমজানের নামে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে শহরের নয়াগাঁও এলাকা থেকে নির্মানাধীন ভবন থেকে ইয়াবাসহ জনি নামে এক যুবকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
এসময় ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দানকারী এস আই দোহা ও সিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জনির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ ধরণের মাদক অভিযান নিয়মিত চলবে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply