পদ্মায় তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এছাড়া ফেরি বহরে থাকা ২০টির মধ্যে সোমবার সকাল থেকে নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। দুইটি রো রো ফেরিসহ পাঁচটি ফেরির মেরামতের কাজ চলছে। বাকি তিনটি ফেরি পাটুরিয়া ফেরি বহরে যুক্ত হয়েছে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।
এদিকে, পদ্মায় তীব্র স্রোতের সঙ্গে যুদ্ধ করে চলাচলরত ১২টি ফেরি মাওয়া ঘাট থেকে কাওড়াকান্দি ঘাটে পৌছতে এক ঘণ্টা বেশি সময় লাগছে। এতে জ্বালানি খরচ বৃদ্ধির পাশাপাশি নৌরুটে চলাচলরত যাত্রী সাধারণের সময়ের অপচয় হচ্ছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply