শ্রীনগরে ভূমিদস্যূদের হাত থেকে জমি রক্ষার জন্য বৃদ্ধের সংবাদ সম্মেলন

srinagar ss vumiআরিফ হোসেন: শ্রীনগরে ভূমিদস্যূদের হাত থেকে জমি রক্ষার জন্য সংবাদ সম্মেলন করেছেন এক বৃদ্ধ। সোমবার সকালে শ্রীনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আলমপুর গ্রামের বৃদ্ধ আবুল কাশেম ফারুক (৭০) দাবী করেন আদালতের নির্দেশ অমান্য করে তার ৪৪ শতাংশ পৈত্রিক সম্পত্তি ঐ এলাকার ভূমিদস্যু আ: রাজ্জাক তার বাহিনী নিয়ে জোর পূর্বক বালু ভড়াট করে দখল করে নিচ্ছে।

এর প্রতিবাদ করায় ভূমিদস্যুরা উল্টো তকে প্রাণনশের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি তার জমির মলিকানার প্রমান স্বরুপ সিএস খতিয়ান থেকে আরএস খতিয়ান ও নামজারী পর্যন্ত সকল দলিল-পর্চা উপস্থাপন করেন। তিনি আরো বলেন, এব্যাপারে আদালত থেকে বালু ভড়াটের উপর নিষেধাজ্ঞা জারি করা হলে আঃ রাজ্জাক আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার বাহিনী নিয়ে আমার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।

srinagar ss vumi

Leave a Reply