টঙ্গীবাড়ীতে নিন্ম অঞ্চল প্লাবিত॥ নদী ভাঙ্গন বৃদ্ধি

ব.ম শামীম: ওজান হতে নেমে আসা ঢলের পানি ও অতিবৃষ্টির কারনে টঙ্গীবাড়ী উপজেলার নিন্মাঞ্চল দ্রুত পানিতে তলিয়ে যাচ্ছে। গত এক সম্পাহে ৩-৪ ফিট পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার পাচঁগাঁও, হাসাইল, কামাড়খাড়া, দিঘিরপাড়, আড়িয়ল-বালিগাও, কাঠাদিয়া-শিমুলিয় ও যশলং ইউনিয়নের অসংখ্য কাচাঁ রাস্তা পানিতে তলিয়ে গেছে। পদ্মা পারের ও চরঞ্চলের শত শত পরিবার পানি বন্দি হয়ে পরেছে। পানির স্রোত বৃদ্ধি পাওয়ার উপজেলার বরাইল, চিত্তকড়া, মাইজগাঁও, বাঘবাড়ি ও দিঘির পার এলাকায় পদ্মা নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply