টঙ্গীবাড়ীতে ২ ইয়াবা ব্যাবসায়ী গ্রেফতার

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী গ্রাম থেকে মঙ্গলবার রাতে ৬০ পিছ ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিলসহ মোতালেব হোসেন (৩০) ও মো. সজিব হোসেন (২০) নামের ২ মাদক ব্য্যাাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের টঙ্গীবাড়ী থানায় সোপাদ্দ করা হয়। এলকাবাসী জানায়, থানা হতে হাফ কিলোমিটার দূরে পুলিশের নাগালে পুলিশকে মাসহারা দিয়ে দির্ঘদিন যাবৎ মোতালেব ও রেজ্জাকগংরা মাদক ব্যাবসা চালিয়ে আসছে। পুলিশ তাদের গ্রেফতার না করলেও র‌্যাব তাদের গ্রেফতার করে।

Leave a Reply