পাটের আঁশ ছাড়াতে সিরাজদিখানের কৃষকরা এখন মহাব্যাস্ত

jute1দাম না থাকায় কৃষক হতাশ
ইমতিয়াজ ববুল: পাট উত্তোলনের এ ভরা মৌসুমে সিরাজদীখানের কৃষকরা এখন মহাব্যবস্থাতার মধ্যে দিন কাটাচ্ছেন। শুধু কৃষকই নয়, তাদের পরিবারের নারী সদস্যদেরও এখন ব্যস্ততার কমতি নেই। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভাল হয়েছে। কিন্তু বর্তমান মৌসুমে একদিকে যেমন পাটের দাম কম, তেমনি অপর দিকে গতবারের চেয়ে বপন ও কর্তন খরচও পড়েছে অনেক বেশী। তাই এ বছর সিরাজদীখান ও আশেপাশের উপজেলাগুলোর পাট চাষীদের লোকসানে পড়তে হয়েছে। তার পড়েও থেমে নেই কৃষকের ব্যস্ততা। পাট গাছ থেকে আশ খোসানো, সে পাট পানিতে ধুয়ে আবার রোদে শুকানো- এ নিয়েই এখন উপজেলার কৃষকরা ব্যস্ততায় দিন কাটাচ্ছে।


উপজেলার বাসাইল গ্রামের পাট চাষী আবুবক্কর জানান, তিনি এ বছর এক একর জমিতে পাট বপন করেছেন। তিনি প্রায় ২০ মন পাট পাবেন বলে আশা করছেন। তিনি জানান, বর্তমানে এলাকায় দেশী পাট ৯ শ থেকে ১ হাজার টাকা ও তোশা পাট প্রায় ১২শত টাকা মন দরে বিক্রি হচ্ছে বলে। অথচ প্রতি মন পাট উৎপাদন করতে খরচ হয়েছে প্রায় ১২ শ’ টাকা ।

গুয়াখোলা গ্রামের পাট চাষী মোঃ আজগর আলী জানান, সিরাজদীখান উপজেলায় কোন সরকারী পাট ক্রয় কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে কৃষকদের এলাকার ফড়িয়াদের কাছে তাদের নির্ধারিত মূল্যে পাট বিক্রি করতে হচ্ছে। এবছর এলাকায় পাট কাটা ও ঘরে তোলার লেবার নেই বললেই চলে, এবং লেবার মজুরী অনেক বেশী। বর্তমানে এলাকায় একজন লেবারের মজুরী ৪ শত টাকা।
jute1

jute2
তবে এলাকায় পাটের দাম কম হলেও জ্বালানী হিসাবে পাট খড়ির প্রচুর চাহিদা রয়েছে এবং দামও বেশ চড়া। এক একর জমির পাট খড়ি বিক্রি হবে প্রায় তিন হাজার টাকা। এসব পাট খড়ি জ্বালানী ছাড়াও ঘরের বেড়া, চালাসহ নানাবিধ কাজে লাগে।

এলাকায় পাট কাটা, বপন, কর্তনও চাষ ছেলেদের দ্বারা সম্পন্ন হলেও খড়ি থেকে পাট খসানোর কাজটি এলাকার মহিলারাই সম্পন্ন করে থাকে। পাট খড়ি লাভের আশায় চাষীদের পরিবার ছাড়াও প্রতিবেশীরা অংশ নিয়ে থাকে। এলাকার নিয়মানুযায়ী যে যত পাট খড়ি থেকে ছাড়াতে পারবে তার অর্ধেক খড়ি সে পাবে। তাই পাট খড়ির আশায় আশেপাশের মহিলারা অংশ নিচ্ছে এ পাট খসানোর কাজে।

সিরাজদীখান উপজেলার উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রাশেদুল হাসান জানান, এ বছর উপজেলায় পাটের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে দেশী পাট ৩৮০ হেক্টর ও তোষা পাট ১৩৮০ হেক্টর জমিতে।

Leave a Reply