মাদক ব্যবসায়ী দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

মাদক ব্যবসার আধিপত্য নিয়ে মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মাদক ব্যবসায়ী আরিফ ওরফে ভাগিনা আরিফ (২৮)-কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকার ফরায়েজি বাড়িতে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানান, উত্তর ইসলামপুর এলাকার ভাগিনা আরিফের কাছ থেকে একই এলাকার নুরুল হকের ছেলে নাইম মাদক কিনে বেচাকেনা করতো। এতে আরিফের কাছে নাইমের কয়েক হাজার টাকা বাকি পড়ে যায়। এ টাকা পরিশোধ না করে একই এলাকার হজার ছেলে মোহাম্মদের কাছ থেকে নাইম মাদক কিনে বিক্রি শুরু করে। এ নিয়ে আরিফের সঙ্গে নাইমের বিরোধ দেখা দেয়। এ ঘটনা নাইম মোহাম্মদকে জানায়। এর জের ধরে বৃহস্পতিবার টাকা পরিশোধ করার বলে আরিফকে মোহাম্মদ ডেকে নেয়। পরে আরিফকে মোহাম্মদ, নাইম ও হ্নদয় মিলে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে আরিফ সমর্থকরা সেখানে গেলে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply