মাওয়ায় টাগ জাহাজ দুর্বারের সহযোগিতায় ফেরি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা

মাওয়া- কাওড়াকান্দি নৌরুটের মাওয়া প্রান্তে পদ্মার স্্েরাত থামেনি। কাটেনি ওই নৌরুটের অচলাবস্থা। তবে, ধীরে ধীরে ফেরি চলাচলের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার দুপুর ২ টার পর থেকে ১০টি ফেরি চলাচল করছে। বন্ধ রয়েছে ৬টি ফেরি। তবে এগুলো চলাচলে মাওয়া প্রান্তে ভিড়তে সহযোগিতা করছে বিআইডব্লিউটিএ’র শক্তিশালী টাগ জাহাজ ‘দুর্বার’। তীব্র স্্েরাত ঠেলে ফেরিগুলো মাওয়া প্রান্তের ঘাটে ভিড়তে না পারায় বৃহস্পতিবার সকাল থেকে এ রুটে যোগ করা হয়েছে দ্রুতগতি ও শক্তিশালী টাগ জাহাজ দুর্বার। এর আগে গত মঙ্গলবার রাত ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার আগ পর্যন্ত ৪-৫টি ফেরি চলাচল করছিল। এদিকে, মাওয়ার এ অচলাবস্থার কারণে ফেরিঘাটের উভয় পাড়ে পণ্যবাহী ট্রাকসহ কয়েকশ’ যারবাহন আটকে পড়েছে। এতে করে যাত্রীদের অবর্ণণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।


মাওয়াস্থ বিআইডব্লিটিসির সহকারী মহাব্যবস্থাপক এস এম আশিকুজ্জামান জানান, স্রোত আগের মতোই রয়েছে। তবে, কিছুটা উন্নীত হচ্ছে। টাগ জাহাজ দুর্বারের সহযোগিতা যাত্রী দুর্ভোগ কমাতে দুপুরের পর থেকে ১০টি ফেরি চলাচল করছে। । স্রোতের তোড়ে মাওয়াঘাটে যেসব ফেরি ভিড়তে বা নোঙর করতে আসতে অসুবিধা হচ্ছে সে ফেরিকে টাগ জাহাজ দুর্বার টেনে ঘাটে নিয়ে আসছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply