মাওয়া-কাওড়াকান্দিতে আটকা পড়েছে ৬ শতাধিক ট্রাক

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। ফলে, নৌরুটের উভয়পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে নৌরুটের মাওয়ায় ২ শতাধিক ও কাওড়াকান্দিতে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে বলে পুলিশ ও ঘাট সূত্রে জানা গেছে।

হাইওয়ে ট্রাফিক পুলিশের মাওয়া কার্যালয়ের পরিদর্শক মো. সাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় মাওয়ায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।


শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক পার করা হলেও মাওয়ায় ২ শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, কাওড়াকান্দি ঘাটে জায়গার অভাবে পণ্যবাহী ট্রাক পারাপারে জটিলতা থাকায় এ ঘাটে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ফলে, ট্রাকে থাকা কাচাঁমাল নষ্ট হয়ে যাচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply