মাদকের বিক্রিতে শেল্টার দেয়া ও সেবনের আড্ডাখানার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে চিহ্নিত সন্ত্রাসী দেলোয়ার হোসেন ওরফে পিয়াজু দেলু মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী দীপুর ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় সদর থানায় মামলা দয়ের করা হলে শুক্রবার রাত সাড়ে ১১টায় হামলাকারী দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করে পুলিশ। তাকে শহরের মালপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের প্রধান সড়কের বাজার সংলগ্ন শাজাহানের হোটেলের সামনে এ ঘটনা ঘটে। কাজী সাবিবর আহমেদ দীপু জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এতে কাজী দীপু নিশ্চুপ থাকলেও পিয়াজু দেলু দ্বিতীয় দফা এগিয়ে গিয়ে তার বাঁ চোখের নিচে আঘাত করে। এছাড়া শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
নতুন বার্তা
Leave a Reply