সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত

ইমতিয়াজ বাবুল: সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল শনিবার এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিদ্দিক মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মারুপের পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুর কুদ্দুস ধীরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠকিক সম্পাদক শোয়েব আহমেদ, ১ম যুগ্ম সাদারণ সম্পাদক আজমীর শিকদার, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দরের সহসভাপতি নূরুজ্জামান প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুস ধীরণ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রতিষ্ঠাই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র উপায়, আওয়ামী লীগ বুঝে গেছে, তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তারা ২০ আসনের বেশি পাবে না। তাই জনগণের চাওয়া-পাওয়াকে তারা গুরুত্ব দিচ্ছে না।

Leave a Reply