মেঘনার তীরে ‘শিক্ষাতরী’

মুন্সীগঞ্জে প্রথমবারের মত ‘শিক্ষাতরী’ চালু হয়েছে। সুবিধা বঞ্চিত পানিবন্দি শিশুদেরকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার জন্য এই তরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রোববার গজারিয়া উপজেলার মেঘনা নদীর তীরে বাউশিয়া গ্রামে এই শিক্ষাতরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান।

এতে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৩০ শিক্ষার্থীকে প্রতিদিন বেলা ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘন্টা শিক্ষা প্রদান করা হচ্ছে। তাই শিশুরা পানিবন্দি অবস্থায়ও আবার স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে। পানিতে ভাসমান নৌকায় বসে শিক্ষা গ্রহনেও তারা পাচ্ছে ভিন্ন রকম আগ্রহ।


অনগ্রসর এলাকায় শিক্ষার আলো পৌছে দিতে ব্র্যাক এই শিক্ষাতরী চালু করেছেন। এটি সারা বছর নদী বেষ্টিত স্থানগুলোতে শিক্ষা প্রদান করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনও ড.এটিএম মাহবুবুল কবির, বাউশিয়া ইউপি চেয়ারম্যান মান্নান দেওয়ান মনা, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. তানভীরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারা খাতুন, এবং শিক্ষাতরীর শিক্ষকা শাহিদা বেগম।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply