মাসব্যাপী আন্তঃকলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

mp16সোমবার সকালে মুন্সীগঞ্জে মাসব্যাপী ঢাকা শিক্ষা বোর্ড আন্তঃকলেজ (উচ্চ মাধ্যমিক) বার্ষিক খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩-১৪ শুরু হয়েছে। সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহাম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী এমপি।


প্রথম দিনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ খেলায় অংশ নেন। ছাত্রীদের ৩টি ও ছাত্রদের ৮টি রাউন্ডে খেলা হয়। এছাড়া জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাসব্যাপী ভলিবল, হেন্ডবল, ফুটবল, ক্রিকেট ও এথলেটিক্স খেলায় অংশ নেবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহাম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর নুরুল আমিন হেলার, মীর নাসির উদ্দিন উজ্জ্বল প্রমুখ।

ইউএনএসবিডিডটকম

Leave a Reply