ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েন্টস প্রতিনিধি নির্বাচনে মুন্সীগঞ্জে ছাত্রলীগের কর্মীরা ছাত্রদল নেতাকে মারধর করেছে। এ সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাক-বিতন্ডা বাঁধে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, হরগঙ্গা কলেজে দুপুর পৌনে ১টার দিকে কলেজের হলরুমে স্থানীয় ছাত্রলীগ নেতা নিবির ও মেহেদীর নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী তাদের উপর চড়াও হয়।
এ সময় তাদের সঙ্গে তর্কবির্তক হয়। পরে দুপুর ২টার দিকে জিয়া হলের কাছে ছাত্রলীগের ওই কর্মীরা সদও উপজেলা ছাত্রদলের সহ-সাথারণ সম্পাদক মো. তাজুল ইসলাম (২২)-কে মারধর করে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা নিবির জানায়, যারা ভোটার নয়, তাদের ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেখানে এর চেয়ে বেশি কোন ঘটনা ঘটেনি। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েন্টস প্রতিনিধি নির্বাচনে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে ২৪২টি ভোটের মধ্যে মাত্র ৮৭টি ভোট কাস্ট হয়েছে।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply