সংবিধান অনুযাই আগামী জাতীয় নির্বাচন হবে : ফজিলাতুন্নেছা এমপি

indiraআওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং নারী ও শিশু মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি বলেছেন, যে যাই বলুক সংবিধান অনুযাই আগামী জাতীয় নির্বাচন হবে।

অনির্বাচিত ও অসাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না। যারা দেশে হরতালের নামে অরাজকতা নৈরাজ্য চলাচ্ছে তারা কখনোই দেশের মঙ্গল চিন্তা করতে পারে না। বর্তমান সরকারের কৃষি ও শিক্ষাসহ উন্নয়ন কর্মকা-ের বর্ণনা দিয়ে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের খেলাধুলাসহ বিনোদনের সুযোগ দিতে হবে। তাদের মেধার পূর্ণ বিকাশ ঘটাতে হবে। তিনি রোববার দুপুরে সদর উপজেলার বকুলতলা এ কে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। পরে তিনি একই উপজেলার চিতলিয়া বাজার সংলগ্ন নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। তিনি আধারা ইউনিয়ন পরিষদে “ আপনারা আছেন কেমন? ” এই শিরোনামে নারীদের অগ্রযাত্রায় বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে অন্তরঙ্গ সংলাপে যোগ দেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা ভূমি কর্মকর্তা লাবনী চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আহম্মেদ, আধারা ইউনিয়ন সোওরাব হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির মাস্টার, নারী নেতৃত্ব এডভোকেট নাসিমা আক্তার, এডভোকেট শিল্পি আক্তার। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আওয়ামী লীগসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply