ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচমালধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের ২ টি কড়ই গাছের ১০ হাজার টাকা মূল্যের ডালপালা কেটে নিয়ে গেছে দূর্বত্তরা। এ ব্যাপারে বৃহস্পতিবার প্রধান শিক্ষিকা সবিতা রাণী ব্রমণ টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সবিতা রাণী জানায়, কতিপয় দূস্কৃতিকারী বিদ্যালয়ের মাঠের দুটি সৃষ্টি কড়ই গাছের ডাল কেটে নিয়ে গেছে।
সে আরো জানায়, এর আগেও কয়েকবার মাঠের গাছের ডালপালা কেটে নিয়ে যায় দূর্বত্তরা। এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি তৈয়বুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমি শুনেছি স্কুলের মাঠের গাছের ডালপালা কেটে নিয়ে গেছে তবে কে কেটেছে সে ব্যাপারে আমি জানিনা।
Leave a Reply