গজারিয়ায় পাওনা টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ

aaaMunshigonjপাওনা টাকা পরিশোধের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আলীপুরাস্থ শাহ ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস্ নামে একটি বেসরকারি কোম্পানীর বিরুদ্ধে পাওনাদাররা এ কর্মসূচি পালন করেন। জমি বেঁচাকেনার ব্যবসায়ীরা জমি বিক্রি করে এখন ওই কোম্পানীটির দ্বারে দ্বারে ঘুরছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির কাছে তাদের প্রায় ১ কোটি টাকা পাওনা রয়েছে। পাওনাদারদের একজন হলেন ওসমান গণি। তার নেতৃত্বেই কোম্পানীর নির্মিতব্য ফ্যাক্টরীতে বালু ভরাট কাজের স্থানে পাওনাদাররা এ বিক্ষোভ প্রদর্শন করে। ওসমান গণি জানান, তার কাছ থেকে কোম্পানীটি ১ একর ৪৩ শতাংশ জমি কিনে। এরমধ্যে ১ একর জমির মূল্য পরিশোধ করলেও বাকি ৪৩ শতাংশ জমির বিক্রি দর বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ করেননি। বকেয়া টাকা পরিশোধ না করেই প্রায় ২ একর জমির উপর শাহ ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানা স্থাপনে প্রকল্প এলাকায় বালু ভরাট কাজ দ্রুতগতিতে চালিয়ে যাচ্ছে।


এ প্রসঙ্গে শাহ-ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসের ম্যানেজার লিয়াকত হোসেন বলেন- কোম্পানীর বিরুদ্ধে যারা নানা অভিযোগ করেছেন, তাদের কথাই পত্রিকায় লিখে দিন। আমাদের কোন কথা নেই। এ ব্যাপারে কোন কথা বলতে রাজি নই।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply