মুন্সীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ম্যানেজার কর্তক এক আয়াকে শ্লীলতাহানির চেষ্ঠা করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে শহরের শ্রীপল্লীস্থ আধুনিক হাসপাতালে (ক্লিনিক) এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে আয়া আখি বেগম (২২) হাসপাতালের চতুর্থ তলার ফ্লোর পরিস্কার করছিলেন। এ সময় হাসপাতালের ম্যানেজার খোকন তাকে তুলে নিয়ে একটি কক্ষে শ্লীলতানির চেষ্ঠা চালায়। এ সময় তার আর্তচিৎকারের হাসপাতালের লোকজন ছুটে এলে আয়াকে ছেড়ে দিয়ে ঘটনা অন্যদিকে নেয়ার চেষ্ঠা চালায় ওই ম্যানেজার। পরে আয়াকে নিয়ে এ ঘটনা ফয়সালা করেন হাসপাতাল কর্তপক্ষ।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply