মাওয়ায় পদ্মায় বিলীন ৭ টি দোকান-ঘর

mawa13দক্ষিনবঙ্গের প্রবেশ দুয়ার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়াঘাট এলাকায় রোববার বিকেল থেকে সন্ধ্যায় মাত্র ১ ঘন্টার ব্যবধানে পদ্মার ভাঙ্গনে ২০০ ফুট পাকা সড়ক ও ৭ টি দোকান-ঘর বিলীন হয়েছে। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পদ্মায় ওই ভাঙ্গননৃত্য চলে।

পদ্মার ভাঙ্গনের মুখে হুমকির সম্মুখীন মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশ। এছাড়া ২’শ ফুট পাকা সড়ক বিলীন হওয়ায় মাওয়া-ভাগ্যকুল সড়কে যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সড়কে সন্ধ্যার পর থেকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান রোববার বিকেল-সন্ধ্যার এ ভাঙ্গনের সত্যতা নিশ্চিত করেন। তিনি যমুনা নিউজকে জানান, মাওয়া-ভাগ্যকুল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কোন মূহুর্তে পদ্মায় বিলীন হওয়ার আশংকায় রয়েছে মাওয়া নৌ-ফাঁড়ি পুলিশ।

যমুনা নিউজ

Leave a Reply