১০ কোটি টাকার ভারতীয় শাড়ি-থ্রীপিছ উদ্ধার

aaaMunshigonjমুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রীপিছ উদ্ধার করেছে পাগলা কোস্ট গার্ড। শনিবার দিবাগত রাত ১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার কয়লাখোলা গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে এমভি শুভা নামক (বাল্কহেড) একটি বালুবাহী জাহাজ থেকে ওই মালামাল উদ্ধার করে।

পাগলা কোস্টগার্ড স্টেশন অফিসার গোলজার হোসেন ওই ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধলেশ্বরী নদীতে বালুবাহী জাহাজ আটক করে তল্লাশী চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রীপিছ উদ্ধার করা হয়। জাহাজের কর্মকর্তা-শ্রমিতরা পালিয়ে গেছে। বর্তমানে আটককৃত ওই ভারতীয় শাড়ি পাগলা কোস্টগার্ড কার্যালয়ে রয়েছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply