কন্যা দিবসে মুন্সীগঞ্জে মানববন্ধন করা হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে জেলা প্রশাসক এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এ মানববন্ধন করা হয়। শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা পেশাজীবীর মানুষ নানা শ্লোগান লেখা সম্বলিত ফেষ্টুন-প্লেকার্ড নিয়ে এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) সাগরিকা নাসরিন, সদর উপজেলার ইউএনও শরাবন তহুরা প্রমুখ।
ঢাকা নিউজ এজেন্সি
Leave a Reply