শীর্ষ সন্ত্রাসী ওদলা সেলিম গ্রেপ্তার

Odla-Selim-Munshiganjমুন্সীগঞ্জ শহরের আতঙ্কের নাম ওদলা সেলিম। পুরো নাম সাইফুল ইসলাম সেলিম (৪২)। মুন্সীগঞ্জ সদর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সেই ওদলা সেলিম প্রায় সাড়ে ৩ মাস আত্মগোপন থাকার পর অবশেষে সোমবার রাতে গ্রেপ্তার হয়েছে। রাত ৭টার দিকে শহরের নিজ বাড়ি সংলগ্ন কোর্টগাঁও এলাকা থেকে মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। চাঁদা দাবি, হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে গত ১৯ জুন মধ্যরাত ১২ টা ১০ মিনিটের সময় ওদলা সেলিমের বিরুদ্ধে সদর থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর ওদলা আত্মগোপনে চলে যায়। সে সময় ওদলা সেলিম গুম হয়ে গেছে বলে শহরের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওদলা বাড়ি দখল, ব্যাংক দখল, জমি দখলসহ নানা রকম অপরাধের সঙ্গে জড়িত বলে সদর থানার পুলিশ জানিয়েছেন।


মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের এইচ কে জেড সেটেলাইট টিভি ক্যাবলের স্বত্বাধিকারী খায়রুল কবির সরকার বাদী হয়ে গত ১৯ জুন ওদলা সেলিমের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ্য করেছেন- গত ১৩ জুন রাত সাড়ে ৯ টার দিকে শহরের প্রধান সড়কের গদা বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে গিয়ে ওদলা সেলিম তার কাছে ক্ষতিপূরণ বাবদ ১৩ লাখ টাকা দাবি করে। পুলিশ ওদলাকে গ্রেপ্তার করায় এর জন্য খায়রুল কবিরকে দায়ি করে ওদলা। ওই টাকা গেল ১৫ জুনের মধ্যে দেয়া না হলে খায়রুলকে হত্যা করে লাশ গুম করে ফেলা ও তার স্ত্রীকে তার সামনে ধর্ষণ করার হুমকি দেয়।
Odla-Selim-Munshiganj
একই সময় খায়রুলের সঙ্গে থাকা ১০ হাজার টাকা জোরপূর্বক লুটে নেয় ওদলা। এদিকে, টঙ্গিবাড়ি থানার ওসি (তদন্ত) মো. খলিলুর রহমান জানান,ওদলা সেলিমের বিরুদ্ধে টঙ্গিবাড়ি থানায় ২টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া দখলবাজদের বাড়ি ও জমি দখলেও ভাড়া হিসেবে কাজ করে ওদলা সেলিম।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply