মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া এলাকা থেকে হাসি আক্তার (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাসি আক্তার শিমুলিয়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার লুটেরচর গ্রামের ধনু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে হাসির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, হাসির বাবা ধনু মিয়ার অভিযোগ, হাসিকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
গজারিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনির বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনে হাসির মৃত্যু হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
=============
Leave a Reply