গজারিয়ায় ট্রাক চাঁপায় বৃদ্ধ নিহত

aaaMunshigonjমুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানীর গরু বোঝাই ট্রাকের চাঁপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলার গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকসহ চালক রানাকে (২২) আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহে।


গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. দেলোয়ার হোসেন জানান, যশোর থেকে কোরবানীর গরু নিয়ে ট্রাকটি ফেনিতে যাচ্ছিল। পথিমধ্যে জামালদী এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত নামা বৃদ্ধকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর

Leave a Reply