মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সাকা চৌধুরীর ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে সিরাজদিখান উপজেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে উপজেলা ডাক বাংলোয় আয়োজিত জরুরী সভায় নেতৃবৃন্দ এই ষন্তোস প্রকাশ করেছেন। ফাঁসির রায় দেয়ায় ট্রাইব্যুনালকে ধন্যবাদ দেয়া হয়।
সংগঠনের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিবের সভাপতিত্ব ও মাসুদ লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবনেতা জাহাঙ্গীর খান বাবু, আক্তারুজ্জামান জয়, জাহিদ সিকদার, মোশারফ হোসেন সুমন, সুমন মিয়া ও আরিফ রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, সাকা শুধু মানবতাবিরোধী অপরাধীই নয়, স্বাধীনতার পর আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার ও স্বাধীনতাবিরোধী ঔদ্ধত্যের প্রবাদ পুরুষ। রায়ের মাধ্যমে এবার মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জেনে যাবে, তাদের বিচারও বাংলার মাটিতে হবে।
এছাড়া নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে উপজেলার কোলা ইউনিয়ন আ’লীগ ও যুবলীগের সাত নেতার নামে দায়ের করা বিএনপির মদদপুস্ট জনৈক তাহের শেখের ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply