চরঝাপটা আ’লীগ নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

jaruমুন্সীগঞ্জের মেঘনা নদীতে গ্রাম ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ক্ষমতাসীন দলের বালু খেকোদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে গ্রামের বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চরঝাপটা গ্রামে এ ঘটনা ঘটে।

মিছিল নিয়ে বালু ইজারাদারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। মেঘনা পাড় হয়ে ঝাড়ু মিছিলটি প্রায় এক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।


চরঝাপটা গ্রামবাসীর অভিযোগ, চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া আফসুর নেতৃত্বে চরঝাপটা গ্রাম ঘেষে মেঘনা নদীবক্ষে দিনের পর দিন রাতের আঁধারে অর্ধশত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে মেঘনা পাড়ের চরঝাপটা গ্রামে নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ঢাকারিপোর্টটোয়েন্টিফোর
jaru

Leave a Reply